Estimated Delivery
With 4 Days
বাসমতী চালের উপকারিতাঃ
বাসমতী চাল দিয়ে তৈরি ভাত খাওয়া শুরু করলে ওজন কমার পাশাপাশি এতে উপস্থিত ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, মিনারেল এবং নানাবিধ ভিটামিন শরীরে প্রবেশ করলে শরীর সুস্থ থাকে। জেনে নিন এই চালের নানাবিধ উপকার সম্পর্কে
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে : বাসমতি চালে উপস্থিত ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরে প্রবেশ করলে ব্লাড ভেসেলের দেয়ালের ওপর চাপ কমতে শুরু করে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না।
মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় : বাসমতী চালে থিয়ামিন নামক একটি ভিটামিন থাকে, যেটি শরীরে প্রবেশ করার পর নার্ভাস সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না। ফলে মনোযোগ ক্ষমতা তো বাড়েই, সেই সঙ্গে স্মৃতিশক্তিরও উন্নতি এমনকি অ্যালঝাইমার্সের মতো ব্রেন ডিজিজকে দূরে রাখতেও এই ভিটামিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এনার্জির ঘাটতী দূর হয় : বাসমতি চালের ভাত খাওয়া মাত্র শরীরে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের ঘাটতি দূর হয়। সেই সঙ্গে প্রতিটি কোষ চাঙা হয়ে উঠতেও সময় লাগে না। ফলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায় চোখের পলকে। সেই সঙ্গে ক্লান্তিও দূর হয়।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে : ব্রাউন বাসমতী চালের গ্লাইকেমিক ইনডেক্স সাধারণ চালের থেকে অনেক কম। ডায়াবেটিস রোগীদের জন্য এই চাল বেশ উপকারী।
হজম ক্ষমতার উন্নতি ঘটে : এতে রয়েছে থিয়ামাইন এবং নায়াসিনের মতো ভিটামিন, যা হজম শক্তির উন্নতি ঘটায়, সেই সঙ্গে নার্ভাস সিস্টেম এবং হার্টকেও ভালো রাখে।
খিদে মিটে যায় নিমেষে : সাধারণ চালের থেকে বাসমতী চাল হজম হতে বেশি সময় লাগে। ফলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। তাই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে এই চাল খেতে পারেন।