Estimated Delivery
With 4 Days
আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে, কালো এলাচ পিত্ত প্রশমিত করে। যদি অনিদ্রা সমস্যায় ভোগেন কিংবা খাবারে আপনার রুচি কমে যায়, হার্ট কিংবা লিভারের সুস্থতায় কালো এলাচ বেশ কার্যকরী।
কালো এলাচের আরও অনেক গুণ রয়েছে। পেটে খাবার হজমের সমস্যায় থাকলে, মুখের দুর্গন্ধ দূর করতে কিংবা ক্ষুধা বাড়াতে চিবোতে পারেন কালো এলাচ।
যদি প্রায়ই মাথা ব্যথার সমস্যায় ভোগেন, মুখের ঘা সারাতে, দাঁতের ব্যথা দূর করতে, শ্বাসকষ্টের সমস্যা দূর করতে এলাচের ব্যবহার করার কথা উল্লেখ রয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে।
আমাশয় বা কলেরা রোগে ১ গ্রাম কালো এলাচের গুঁড়ো সেবনে বিশেষ উপকার পাওয়া যায়। হঠাৎ বমি বমি ভাব দূর করতে চাইলে ২ টি এলাচ আর কিছু পুদিনা পাতা গরম পানিতে সিদ্ধ করে সেই পানি একটু একটু করে খেতে পারেন।
বিভিন্ন রোগের নিরাময়ে যেমন কুষ্ঠ রোগ, লিভার ডিস অর্ডার, কিডনি সমস্যা, ক্যানসার বা আলসারের মতো চিকিৎসা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এমন কি সৌন্দর্য বৃদ্ধিতেও কালো এলাচের জুড়ি নেই বলা যায়।